লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

বিজেপির ওয়েবসাইট হ্যাক করে গরুর মাংসের রেসিপি পোস্ট!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ওয়েবসাইট হ্যাক করে গরুর মাংসের রেসিপি পোস্ট করা হয়েছে। নরেন্দ্র মোদি যখন দ্বিতীয় মেয়াদে প্রাধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন কোনো একটা হ্যাকার গ্রুপ বিজেপির ওয়েবসাইট হ্যাক করে। 

জানা গেছে, বিজেপির সাইটের পেজে পোস্ট করা হয় গরুর মাংসের ছবিসহ ছয়টি রেসিপি! তবে এখন পর্যন্ত কেউ এই হ্যাকিংএর দায় স্বীকার করেনি।
 হ্যাকিং / সাইবার নিরাপত্তা শিখতে আগ্রহীদের জন্য অনলাইন ইথিক্যাল হ্যাকিং কোর্সঃ বিস্তারিত
ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি প্রথম নজরে আনেন। 
টুইটারে তিনি লিখেন, ‘ডিয়ার @ BJP4India আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?’ অপর একটি টুইটে তিনি ব্যঙ্গ করে বলেন, জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি'?
হ্যাকিং / সাইবার নিরাপত্তা শিখতে আগ্রহীদের জন্য অনলাইন ইথিক্যাল হ্যাকিং কোর্সঃ বিস্তারিত
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়েবসাইটটি হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয় যায়। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডিরেক্ট করা হয়। নির্বাচনের আগেও যখন বিজেপির ওয়েবসাইট হ্যাক হয়েছিল তখনো ওয়েবসাইটটি অনেকদিন ডাউন ছিল। তখন অবশ্য কোনো মাংসের ছবি পোস্ট করা হয়নি।
এদিকে বিজেপির নেতৃত্বাধীন মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরু নিয়ে বিভিন্ন গুজবে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড শুরু হয়েছে। ২০১৫ সালে ভারতের উত্তর প্রদেশের দাদরি এলাকায় গরুর মাংস সংরক্ষণের গুজবে মোহাম্মদ আখলাককে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে। 
দেশটির সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর বলছে, শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান অধ্যুষিত মেঘালয়েও গরুর মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 
হ্যাকিং / সাইবার নিরাপত্তা শিখতে আগ্রহীদের জন্য অনলাইন ইথিক্যাল হ্যাকিং কোর্সঃ বিস্তারিত

-------------

কেনো শিখবেন ইথিক্যাল হ্যাকিংঃ 
 বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়া সত্ত্বেও অভাব রয়েছে বিশেষজ্ঞদের। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়া বাংলাদেশে সহ উন্নত বিশ্ব গুলোর জব সেক্টরেও রয়েছে এর প্রচুর চাহিদা। তাই, দক্ষ সাইবার বিশেষজ্ঞদের কাছ থেকে অনলাইনে যে কোন জায়গা থেকেই সাইবার সিকিউরিটির উপর সঠিক প্রশিক্ষণ নিয়ে প্রবেশ করুন এই সম্ভাবনাময় জগতে। 
বিস্তারিত কিভাবে জানতে পারবো? ঃ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।