আপনি নিশ্চিত ভাবেই জানেন যে, বর্তমান বিশ্বে সাইবার সিকিউরিটি সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বাংলাদেশ নয়, সরকারী বেসরকারী ভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগ চলছে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের। অনলাইন মার্কেট প্লেস কিংবা অনলাইন চাকুরি (Remote Job) এর ক্ষেত্রেও রয়েছে ব্যাপক চাহিদা।
সাইবার নিরাপত্তার উপর ফ্রিল্যান্সিং করে হয়ে উঠছে স্বাবলম্বী। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা ও অপরিহার্য।
✅ ইথিক্যাল হ্যাকার | ✅ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট | ✅ আইটি ইঞ্জিনিয়ার
✅ ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট | ✅ SOC এক্সপার্ট | ✅ সাইবার থ্রেট হান্টার
✅ আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার
আর সেই প্রয়োজন থেকেই সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, লিনাক্স ও ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহীদের জন্য বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Arena Web Security দেশসেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তত্বাবধায়নে পরিচালনা করছে পূর্ণাঙ্গ প্রফেশনাল কোর্স।
🔰 তিন মাসের কোর্স + এক মাসের ইন্টার্নশিপ সুবিধাসহ
যেখানে রয়েছে:
✅ সাইবার সিকিউরিটি
✅ ইথিক্যাল হ্যাকিং
✅ লিনাক্স
✅ ফ্রিল্যান্সিং
📚 কোর্সটি সাজানো হয়েছে ৪টি বিভাগ এবং ১২১টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে,
যা আপনাকে তৈরি করবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং একজন দক্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করার জন্য।
🎓 সার্টিফিকেটঃ কোর্স শেষে আপনি পাবেন Bangladesh Institute Of Cyber Security দ্বারা ভেরিফাইড আন্তর্জাতিক সার্টিফিকেট, যা বিশ্বব্যাপী আইটির যে কোন কাজেই ব্যবহার করতে পারবেন।
1️⃣ প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://arenawebsecurity.net/admission
2️⃣ রেজিস্ট্রেশন সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই আপনার ইমেইলে একটি আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
3️⃣ প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন এবং পেমেন্ট অপশন চালু হলে পেমেন্ট সম্পন্ন করুন।
4️⃣ পেমেন্ট সম্পন্ন করার পর আমাদেরকে জানালে, আপনার ভর্তি নিশ্চিত করা হবে এবং আমরা বাকি সব প্রক্রিয়ায় সহায়তা করব।
📞 ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
🏢 Arena Web Security অফিস:
বি/১, মেইন রোড, বনশ্রী, ঢাকা।
📱 ২৪ ঘণ্টার সাপোর্ট হটলাইন (শুধুমাত্র কোর্স সংক্রান্ত):
01310333444, 01885841489
🚀 সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান?
🔐 এডভান্স ওয়েব সিকিউরিটি নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও প্র্যাকটিক্যাল স্কিল অর্জন করতে?
তাহলে এই কোর্স হতে পারে আপনার জন্য সেরা শুরু!
🎯 কোর্সের বৈশিষ্ট্যসমূহঃ
🔹 দেশসেরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ টিম দ্বারা প্রশিক্ষণ।
🔹 বাংলাদেশে একমাত্র কোর্স, যেখানে ৯০%–৯২% বিষয় হাতে-কলমে শেখানো হয়।
থিওরিটিক্যাল অংশ মাত্র ৮%–১০%, যা মূলত ভাইভা ও পরীক্ষার প্রস্তুতির জন্য রাখা হয়েছে।
🔹 যাদের প্রোগ্রামিং সম্পর্কে পূর্ব ধারণা নেই, তাদের জন্য রয়েছে ফ্রি বেসিক প্রোগ্রামিং ট্রেনিং।
📚 শিক্ষার্থীদের জন্য সুবিধাসমূহঃ
✅ কোর্স ফোরামে আজীবন এক্সেস
✅ প্রাইভেট টুলস ও ই-বুক
✅ ক্লাস সাপোর্ট ও ক্লাস রেকর্ডিং
🖥️ ক্লাস বৈশিষ্ট্যঃ
📌 কোর্স চলাকালে থাকবে দুইটি মিড-টার্ম পরীক্ষা, যাতে আপনি প্রস্তুতি নিতে পারেন ফাইনাল পরীক্ষার আগে।
📌 কোর্সের সাথেই থাকবে সাইবার সিকিউরিটির উপর প্রজেক্ট থিসিস করার সুযোগ।
📝 পরীক্ষা সম্পর্কিত তথ্যঃ
💻 কোর্সটি সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হলেও,
ফাইনাল পরীক্ষা সরাসরি একাডেমিতে এসে দিতে হবে।
🌍 শুধুমাত্র প্রবাসী বাংলাদেশীদের জন্য রয়েছে অনলাইনে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ। তবে সেক্ষেত্রে সার্টিফিকেট তার মনোনীত কেউ একাডেমি থেকে সংগ্রহ করে নিতে হবে।
🧑💻 কোর্স শেষে ইন্টার্নশিপ সুবিধাঃ
🚀 কোর্স শেষে থাকবে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট,
যেখানে আপনি আমাদের টিমের সঙ্গে কাজ করে শিখবেন বিভিন্ন মার্কেটপ্লেসভিত্তিক প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা। যার ফলে ইন্টার্ন চলাকালীন সময়েই আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।
✅ শর্তাবলী
🔸 প্রতিটি ক্লাস রেকর্ড করা হয়। অনুপস্থিত থাকলে ক্লাসের রেকর্ড ও অনুশীলন ক্লাসের মাধ্যমে পিছিয়ে পরা শিক্ষার্থীদের জন্য পুনরায় সুযোগ প্রদান।
🔸 তবে পূর্ব অনুমতি ছাড়া কেউ একটানা দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে, তার স্টুডেন্টশিপ সাময়িকভাবে স্থগিত করা হবে।
🔸 প্র্যাকটিস ও পরীক্ষায় উপস্থিতি বাধ্যতামূলক।
জরুরী কারণবশত অনুপস্থিত থাকলে হলে অবশ্যই আগে থেকে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানাতে হবে।
🎓 কোর্স সময়কাল
🗓️ ৩ মাস লাইভ ক্লাস + ১ মাস ইন্টার্নশিপ
🌐 ইন্টার্নি করতে পারবেন আমাদের একাডেমিতে সরাসরি অথবা অনলাইনে প্রজেক্টে অংশগ্রহণের মাধ্যমে।
📌 ক্লাস দিন ও সময়:
শুক্রবার ও রবিবার, রাত ৯:৩০ – ১১:৩০ (বাংলাদেশ সময়)
📌 প্র্যাকটিস সেশন:
মঙ্গলবার, যে কোন ৩ ঘণ্টা আপনার সুবিধামতো আপনি নির্ধারণ করে প্র্যাকটিস করে নিতে পারবেন এবং আমাদের সাপোর্ট বিভাগ থেকে যে কোন সমস্যা সমাধান করে নিতে পারবেন।
🚀 ক্লাস শুরুঃ ১৮ ই মে, ২০২৫
৩ মাসের কোর্স এবং এক মাসের ইন্টার্নি, কোর্স ফি, ১৪ হাজার টাকা। কোর্স ফি পরিশোধের ক্ষেত্রে পাচ্ছেন Interest free double instalment সুবিধা।
ট্রেইনার পরিচিতিঃ
Tanjim Al Fahim [ www.facebook.com/TanjimOfficial ]
Chief Executive Officer of "Arena Web Security" The Hacker's Arena
Founder of "Cyber 71" We hack to protect Bangladesh
Expertise: Ethical Hacking, Cyber Security, Cloud Security, OSINT, Digital Forensics
Cyber Security Instructor: Bangladesh University of Engineering and Technology (BUET), Ministry of ICT, Bangladesh Air Force & many more
Professional Background:# Certified in Open Source Intelligence (C|OSINT)
Bentley Training and Consultancy, United Kingdom
# Computer Hacking Forensics Investigator (CHFI)
CertNexus, United States of America (USA)
# CSA APAC Congress (Cloud Security)
Cloud Security Alliance APAC, Malaysia
আমাদের প্রধান ট্রেইনার তানজিম আল ফাহিম স্যারের অধীনে ১৮ জনের একটি দেশসেরা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ দল সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সের এই ব্যাচে দায়িত্ব পালন করবেন।
আগামী সপ্তাহে শুরু হওয়া এই ৪ মাসব্যাপী ইথিক্যাল হ্যাকিং কোর্সে থাকছে:
- আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপকে হ্যাকিং ল্যাব হিসেবে প্রস্তুত করবো।
- পাসওয়ার্ড ক্র্যাকিং এর মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক করার কৌশল।
- বিভিন্ন ওয়েবসাইটে হ্যাকাররা কিভাবে হ্যাক করে তা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করবো।
- এন্ড্রোয়েড মোবাইল ব্যাবহারকারীর লোকেশন ট্র্যাক করার উপায় এবং প্রতিহত করার কৌশল।
- ক্রিপ্টোগ্রাফির এবং এনক্রিপশনের মাধ্যমে তথ্য প্রকাশ না করে যোগাযোগ রক্ষা করবো।
- মোবাইল কি লগারের মাধ্যমে হ্যাকার কারো মোবাইল হ্যাক করে কি কি করছে তার মনিটরিং করে থাকে, তা প্রশিক্ষণ নেওয়া। কিভাবে আমরা হ্যাকারের হাত থেকে মোবাইলকে সিকিউরড রাখবো তা নিশ্চিত করা।
- অনলাইন থেকে কারো তথ্য যেভাবে খুঁজে বের করবো এবং অনলাইনে ট্র্যাকিং করবো।
- জনপ্রিয় ওয়েব এটাকিং মেথডে একটা ওয়েবসাইটের ডাটাবেজ হ্যাক করে ওয়েব সিস্টেমে প্রবেশ করা।
- একটা ওয়েবসাইট ডাউন করে দেওয়া, এর হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল।
- কি লগারের মাধ্যমে নেটওয়ার্ক এবং অপারেটিং সিস্টেমের তথ্য চুরি করা।
- র্যাট কিংবা ব্যাকডোরের মাধ্যমে হ্যাকার যেভাবে একটি কম্পিউটারে প্রবেশ করে মনিটরিং করে থাকে তার হাতে কলমে প্রশিক্ষণ।
- গুগল ডর্ক, আমাদের নিজস্ব টুলস ব্যাবহার করে ওয়েবসাইটের এডমিন প্যানেল বাইপাস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করা।
- আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা এবং সেটাকে সিকিউরিটি প্রদান করা।
- ফেসবুক, জিমেইল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের একাউন্ট যে পদ্ধতিতে হ্যাক হয় তা পর্যালোচনা করা, রিকভার করার কৌশল এবং সিকিউরিটি প্রদান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করা।
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিভাবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবো তার প্রশিক্ষণ।ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (Fiverr/Upwork) ও বাগ বাউন্টি প্লাটফর্মে কাজের কৌশল
- ২১ দিনের লাইভ ইন্টার্ন প্রোগ্রাম (Freelancing & Reporting)
সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, লিনাক্স এবং ফ্রিল্যান্সিং—এই কোর্সটির সম্পূর্ণ আপডেটেড মডিউল (v7) এখন দেখুন নিচের লিংকে:
🔗 Updated Module (v7):
👉 ক্লিক করে মডিউল দেখুন
ভর্তির জন্য প্রয়োজনীয়তা ও নিয়মাবলী:
- একটি ডেস্কটপ/ল্যাপটপ (Windows/Linux যেকোনো OS)
- ইন্টারনেট কানেকশন
- ইচ্ছাশক্তি ও আইটি / সাইবার সিকিউরিটিতে কাজ করার আগ্রহ
1️⃣ প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://arenawebsecurity.net/admission
2️⃣ রেজিস্ট্রেশন সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই আপনার ইমেইলে একটি আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
3️⃣ প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন এবং পেমেন্ট অপশন চালু হলে পেমেন্ট সম্পন্ন করুন।
4️⃣ পেমেন্ট সম্পন্ন করার পর আমাদেরকে জানালে, আপনার ভর্তি নিশ্চিত করা হবে এবং আমরা বাকি সব প্রক্রিয়ায় সহায়তা করব।
🌟 কোর্সে অংশগ্রহণের বিশেষ সুবিধাসমূহঃ
🎯 আমাদের লক্ষ্য:
বাংলাদেশে সাইবার সিকিউরিটি মার্কেটের চাহিদা পূরণের পাশাপাশি দক্ষ ফ্রিল্যান্সার ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তৈরি করা।
এই উদ্দেশ্যেই আমাদের কোর্স সাজানো হয়েছে একেবারে বেসিক থেকে,
যাতে যে কেউ ধাপে ধাপে নিজেকে গড়ে তুলতে পারে, সময় ও প্র্যাকটিসের মাধ্যমে।
যাতে পূর্ব অভিজ্ঞতা ছাড়াও শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারে।
আবেদনটি নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে।
তবুও আমরা বিশ্বাস করি, রিফান্ডের নিশ্চয়তা পাওয়া আপনার অধিকার। আর তাই আমরা একমাত্র আইটি প্রতিষ্ঠান হিসেবে আপনাকে দিচ্ছি নিঃশর্ত ভর্তির নিশ্চয়তা।
Arena Web Security - সাইবার সিকিউরিটিতে সফলতার একমাত্র নির্ভরযোগ্য নাম।
সাইবার সিকিউরিটির ওপর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা শতভাগ বাংলাদেশি শিক্ষার্থী আমাদের একাডেমির শিক্ষার্থী।
🔗 www.facebook.com/ArenaBangladesh
📱 01310333444, 01885841489 (শুধুমাত্র কোর্স সংক্রান্ত তথ্যের জন্য নির্ধারিত হটলাইন)
B/1, Main Road, Banasree, Dhaka
🌐 অনলাইন প্ল্যাটফর্মসমূহ:
🔗 ওয়েবসাইট: www.arenawebsecurity.net
📘 Facebook Page: www.facebook.com/ArenaBangladesh
✉️ ইমেইল: info@arenawebsecurity.net
আমাদের বেসিক সাইবার সিকিউরিটি কোর্সটি করে নিন এই লিংক থেকে - ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্স
# হ্যাকার # ইথিক্যাল হ্যাক # এথিক্যাল হ্যাক # ফ্রিল্যান্সিং # সাইবার সিকিউরিটি # সাইবার নিরাপত্তা # সাইবার ৭১ # এরিনা ওয়েব সিকিউরিটি # বাংলাদেশ ইথিক্যাল হ্যাক