লিট বাংলা ডট টেক, প্রযুক্তির হাতেখড়ি হোক বাংলাতেই।

হ্যাকিং / সাইবার নিরাপত্তা বিষয়ক বাংলা প্রযুক্তির ব্লগ

জানেন কি ? মার্ক জাকারবার্গের বাক্তিগত সহকারীর নাম - ‘জার্ভিস’ যা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পূর্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সহকারী ‘জার্ভিসে’র কথা আগেই জানা গেছে হলিউডের সিনোমায়। এবার নিজের ঘরে সেই কাল্পনিক ‘জার্ভিস’ পদ্ধতির বাস্তব রূপ দিলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ফেসবুক পোস্ট ও ভিডিওতে জার্ভিস ( Jarvis) কী এবং বাসা-বাড়িতে এর কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। 






জার্ভিস কী?
জার্ভিস একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী প্রযুক্তি।  এটি কক্ষের লাইট জ্বালানো-নেভানো, তাপমাত্রা নির্ধারণ, গান বাজানো, দরজা খুলে দেওয়ার মতো কাজ করতে সক্ষম।  মানুষের ভাষা বুঝতে ও নির্দেশনা মতো কাজ করার জন্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং স্পিচ রিকগনিশন ব্যবহারও করে থাকে জার্ভিস।
জাকারবার্গের হাতে কেন জার্ভিস?
মূলত মেয়ের জন্যেই জার্ভিস তৈরিতে হাত দেন জাকারবার্গ।  এটি তৈরি ও ৩৬৫ মাইল চালানো চলতি বছরে ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল তার। এর আগের বছর চ্যালেঞ্জ হিসেবে তিনি মান্দারিন ভাষা শেখা, মাসে দু’টি বই পড়া এবং দিনে অন্তত একজন নতুন মানুষের সঙ্গে পরিচয়ের চ্যালেঞ্জ নেন।
জার্ভিসে’র কণ্ঠস্বরে কে?
জার্ভিসের কণ্ঠস্বর আসলে অস্কার বিজয়ী জনপ্রিয় হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের। ফাস্ট কোম্পানিকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন জাকারবার্গ।তিনি বলেন, জার্ভিসের কণ্ঠস্বর কার হতে পারে তা জনগণের কাছে প্রশ্ন রাখলে অন্তত ৫০ হাজার মানুষ মর্গান ফ্রিম্যানকে নেওয়ার পরামর্শ দেন। 

পরবর্তীতে জার্ভিসে আরও কী থাকছে?
জার্ভিসকে আরও সক্ষম করার পরিকল্পনা রয়েছে জাকারবার্গের। জার্ভিসকে ঘিরে আইডিয়া দেওয়ার জন্য সাধারণ ব্যবহারকারীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি