মনে করুন রাতে মুভি দেখতে বসেছেন , ঘুম আসছে আবার মুভি ও শেষ না করে উঠতে ইচ্ছে করছে না । কখন ঘুমিয়ে যাবেন তার নেই ঠিক , আবার উঠে গিয়ে পিসি অফ করবেন তাও আলসেমির কারনে পারছেন না ।
নো চিন্তা আমার মত অলস মানুষ যারা আছেন, তারা কষ্ট করে কিছু টাইপ করুন মানে আপনার পিসি কে নির্দেশ দিয়ে রাখুন , ভদ্রলোক সময় মত আপনার কথা অনুযায়ী কাজ করবে ,
অর্থাৎ আপনি দেখলেন যে মুভি টি শেষ হতে প্রায় দেড় ঘন্টা বাকি , তো দেড় ঘন্টা পর পিসি যদি একাই অফ হয়ে যায় তো বেশ মজার হয় ব্যাপারটা ।
আসুন দেখে আসি সেই মজাদার উপায়,
ডেস্কটপ স্ক্রিনে মাউস এর রাইট বাটনটি ক্লিক করুন ,
সেখানে new থেকে shortcut অপশনটি সিলেক্ট করুন ( সাধারনত ফোল্ডারের পরেই এই অপশনটি থাকে )
সেখানে লেখার জন্য বক্স আসবে নীচের কোডটি টাইপ করুন ,
SHUTDOWN -s -t 60
উপরে -s দিয়ে শাট ডাউন বোঝাচ্ছে আপনি যদি -r ব্যাবহার করেন তো রিস্টার্ট এর কাজ হবে
সবার শেষে আমি লিখেছি ৬০ অর্থাৎ ৬০ সেকেন্ড বা ১ মিনিট পরে এটি রান করবে , আপনার যত সময়পরে কাজ করানো দরকার শুধু সময়টিকে সেকেন্ডে কনভার্ট করে নিন ।
এর পর next দিয়ে Finish দিন , দেখবেন আপনার ডেস্কটপে Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে । সেটিতে ডাবল ক্লিক করুন। System Shutdown নামে একটি Box আসবে
আপনার বেধে দেয়া সময় পরে আপনার কম্পিউটার একাই বন্ধ হয়ে যাবে ।