মোবাইলে ইন্টারনেটের ক্ষেত্রে একটু সাশ্রয়ী মূল্য সবাই ই খুঁজি। যদি হয় সেটা ৫ টাকায় একদিনের আনলিমিটেড ইন্টারনেট তাহলে তো কথাই নেই।
তো, আসুন...!! জেনে নেই কিভাবে ৫ টাকায় একদিনের আনলিমিটেড প্যাক চালু করবেন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে ওপেরা মিনি ডাউনলোড করে নিন। এরপর আপনার বাংলালিংক সিম দিয়ে প্রবেশ করুন http://webpass.opera.com
এবার এখানে কয়েকটি হিডেন প্যাকেজ দেখতে পাবেন। প্রথমে চাইলে ফ্রি ১০ মিনিট ইন্টারনেট চালিয়ে নিতে পারবেন। 😏😏
এবার ১ দিনের ইন্টারনেট ৫.৯৩ টাকার প্যাকেজটি এক্টিভ করে নিলে সারাদিন ওপেরা মিনি দিয়ে ব্রাউজ করতে পারবেন আনলিমিটেড।
আসুন, জেনে নেই এই হিডেন প্যাকেজটির সুবিধা এবং অসুবিধা।
সুবিধা- # সাশ্রয়ী মূল্যে সারাদিন আনলিমিটেড ব্রাউজিং। যে কোন সাইটেই...
# সাথে ফ্রি চাইলে প্রতিদিন ১০ মিনিট করে ব্রাউজিং।
# শুধু ফেসবুক চালাতে চাইলে রয়েছে ১ টাকার এক ঘন্টার ফেসবুক প্যাকেজ।
অসুবিধা- # আপনাকে শুধু অপেরা মিনি দিয়েই ব্রাউজ করতে হবে। মেসেঞ্জার সহ অন্য কোন এপস চালাতে পারবেন না।
আশা করি ট্রিকসটি অনেকের উপকারে আসবে। ডার্ক ওয়েব সহ ইন্টারনেট জগতের নানা অজানা রহস্য জানতে এই পোষ্ট গুলো পড়ে নিতে ভূলবেন না। Click here